গুহ্য

এই কথা মূল্যবান আবারও জানাই
মাথা তিনখানি কিন্তু এক বিন্দু মাথাব্যথা নাই
তাই বড়ই চিন্তায় আছি। আর

কথামাত্র আছে একটাই মূল্যবান—
যতক্ষণ প্রাণ আছে লম্বা করো কান
শোনো জাতীয় সঙ্গীত। আর বাদবাকি

দুনিয়াতে ফ্যাকরা আছে মোটে সর্ব সাইত্রিশ প্রকার
তার একখানি এই,
জগতের ভালোমন্দ কোনো অর্থ নেই

আছে বোতল গেলাশ। তাই
মূল্যবান কথা আমি অপাত্রে দেব না
বরং বোতলবন্দি করে রাখবো গুণে গুণে ছত্রিশ বছর

আর তারপর? এসবের পরে যদি
কৌতূহল বাকি থাকে কারো—নিয়ে যাও গুহ্যবাক্য
ভদ্রজনগুহ্যে-গুহ্যে সম্প্রচার করো

(মাহবুব কবির সম্পাদিত সুমেশ্বরী পত্রিকায় ১৯৯৩ সালে প্রকাশিত)

 

Leave a Reply