গ্রামবাংলায় আমরা

আমরা গেলাম গ্রামে বাচ্চাদের সঙ্গে প্রেম করতে
মাসুদ খান ভেবে বললেন, কোথায় এলেম ভাই মরতে

গ্রামমধ্যে ম্যাঙ্গানিজ, কুলবধূ, হীনম্মন্য ছাতিমের গাছ
দাঁড়িয়ে নদীর কূলে, পরস্পরে বচসা করে, ফলে বারো মাস

বাচ্চাদের প্রোপাগান্ডা, গোলো চক্ষু, লেজোঅগ্রে ভাবনার বিকেশ
–সিলিকন চিপসের কবি, আপনাকে, আদ্যোপান্ত করবো নিকেশ

মাসুদ খান ভয়ে কাষ্ঠ, কাষ্ঠে জাগে কেন্দ্রাতিগ টান
বাচ্চাদের কাঠে ভক্তি, কাঠে প্রেম, কাঠঅন্তপ্রাণ
তার কাঠ কাটে আর গায়:

কাঠ নাই রে কাঠ নাই রে কাউটঠারো তল্লাট
ভাসে লাট সাহেবের খাট
তাতে কেলি করেন পরস্পরেন
মূর্খ ও আকাট

আমরা ছয় তলাতে ফ্লাট
আমরা ঘরের মধ্যে নদী
আমরা নদীর মধ্যে বাউয়া ব্যাঙে
করছি চোদাচুদি

তাতে জাগছে ছত্রখান
জাগো বঙ্গেরও সন্তান
গাহো কার্বনেরও গান

তাই যাচ্ছে প্রেম আমাদের হারিয়ে হারিয়ে
ফের করবো শুরু বাচ্চাদের, লেজ চঞ্চু চক্ষু আর, চামড়া ছাড়িয়ে।

রচনাকাল: ১৯৯৩ । আকাশে কালিদাসের লগে মেগ দেখতেছি (২০০১)

Flag Counter

1 Comment

Add Yours →

পড়তে কিন্তু জোশ-ই লাগিছে। শব্দগুলান ন্যক্কারজনক হইলেও গিলতে ঢেঁড়শ ভর্তার মতো ঠ্যাকছে। ধইন্যবাদ রাইসু।

Leave a Reply