আমাদের বন্ধুগণ

আমাদের বন্ধু যারা ছিল মাত্র মানুষ তারাই দ্যাখো
ভিন্নতর রূপ নিয়ে উল্লেখ্য হয়েছে

স্নিগ্ধতায় পরিকীর্ণ ভূতের বাচ্চার মোহে মুগ্ধ প্রায়
আমাদের প্রণয়সঙ্গীরা দ্বিধা খুলে অন্বেষণ
ঝুলে পড়ছে–সংবেদনশীল কড়িকাঠে;

ব্যর্থতা অনেক, রাত্রি মৃত্যু নয় অনিদ্রারোগির লক্ষ্য
মর্ষকাতরতা; স্বাধীন চিন্তার ক্ষেত্রে
দ্ব্যর্থ ঘোড়া ঘাস খায়, সামন্তবাড়ির চাঁদ

ডুবু ডুবু চৌবাচ্চায়, অনুল্লেখ্য বুড়িগঙ্গাজলে–

১৯৯১

Flag Counter

Leave a Reply