চতুর মেঘলা দিন September 9, 1994 0 ব্রাত্য রাইসু কবিতা চতুর মেঘলা দিন, তোমাকে চতুর বলতে ভালো লাগছে তাই বলছি। বস্তুত যা মেঘলা তা তো তেমন চাতুর্য নয় যতটা বিষণ্ন কিংবা যতটা বর্ষণ তত আমার বিরহ নয় আমার এটুকু মাত্র— তুমি সঙ্গে নেই। ০৯/০৯/১৯৯৪