ভেরেণ্ডা ‘গাসে’
ভেরেণ্ডা ‘ধরিয়াসে’
তাতে কাউয়া বসে নাই!
আমি ভেরেণ্ডা দিয়া
ভেরেণ্ডা ভাজি
ছবির হাটে… কবির হাটে… নবীর হাটে…
পান্তাভাতও খাই
ও আমার… লালন ফকির নাই!
আমার ছবি নাই
গল্প নাই
লাঁকা নাই
কা কা নাই
কবিতা তো নাইই
আমি ভেরেণ্ডা দিয়া ভেরেণ্ডা খুঁজি
স্যারের দিকে চাই
স্যার যবে ‘ফানো’ বলেন
আমি বলি তাই।
রাজায় কইছে ‘চুতমারানি’—
সুখের সীমা নাই
আমি
বাঁকা পথ ছাইড়াছুইড়া
‘সহজ’ হইতে চাই…
আমি স্যারের বাজার কইরা দিয়া
কবি হমু ভাই!
আমার… ভেরেণ্ডা ‘গাস’ নাই।
আমার দোরা কাউয়া বইসা আছে,
কোথাকার কোন পেয়ারা গাছে—
তারে কোথায় পাই!
আমি… যেপথ দিয়ে এসেছিলুম
সে পথে নাহি যাই
ও আমার… রবিনড্রোনাট ভাই!
১৫/১/২০১৩
9 Comments
Add Yours →আমি… যেপথ দিয়ে এসেছিলুম
সে পথে নাহি যাই…
🙂
একচোট মজা পেলাম , ভালো লাগল । আমাদের লেখা প্রকাশ করা যাবে তো ?
অন্যদের যেসব লেখা ব্রাত্য রাইসু সম্পর্কিত কেবল তাই প্রকাশ করা যাবে এখানে।
অসহ্য! থ্যাংকু!
I keep coming back to this.
classic!
nai……………. nai…………………. mukhe katha nai!
darun!
যা তা লাগছে কিন্তু! 😀
অন্যরম ভাল লাগল।
সেরাম…!
আগে এরম পড়িনাই।