আপন বিড়াল নয়

একেক বার তো একেক রকম হয়

যেমন ঝড়ের পরে ফিরা আসলো

তোমার বিড়াল তোমার ঘরে

 

সেই বিড়াল তো নয়।

 

তারে অধিক ভালোবাসা দিয়া

দুধ খাওয়াইয়া, চা খাওয়াইয়া,

বসাইয়া রাখো, কোলে তোলো,

জিগাও তুমি, ‘কই গেছিলা?’

বিড়াল মুখটি বাঁকাই করে

হাসির মতো, কয় না কথা–

 

ঝড়ের পরে আগের বিড়াল

পরের বিড়াল হয়

তোমার আপন বিড়াল

আপন বিড়াল নয়।

 

১০.৩.২০১৩

 

Leave a Reply