আমাদের সহজ পৃথিবী

পৃথিবী মানুষদের থাকবার জায়গা। তারা এখানে ঘর বাড়ি বানিয়ে বসবাস করে। মানুষের অনুমতি নিয়ে কিছু পশু পাখি মাছ ও কীটপতঙ্গও থাকে পৃথিবীতে।

অনেকগুলি গাছও আছে পৃথিবীতে। ওরা মাটিতে ঢুকে পৃথিবী থেকে আকাশের দিকে ঝুলে থাকে।

অনেক গাছগুলি যখন একত্রে বসবাস করে ওদের জঙ্গল বা বন বলা হয়। পশুপাখিগুলি সাধারণত জঙ্গলের গাছগুলির নিচে দৌড়াদৌড়ি করে ও ঘাস খায়। কিছু পশু, যেমন বানরেরা, গাছগুলির উপরে ওঠে ও কখনো সেখানে বসে থাকে।

পাখিরাও গাছে বসে। এবং ওরা অনেক, মানুষদের থেকেও বেশি কথা বলে।

মানুষদের সাধারণত গাছের নিচে বসতে দেখা যায়। মানুষ জীব হিসাবে লাজুক প্রকৃতির। তারা সচরাচর তাদের যৌনাঙ্গ ঢেকে রাখে।

তবে মানুষ খুব কম জঙ্গলে থাকে। তারা শহরে থাকে ও গ্রামে থাকে। মানুষদের বেশির ভাগই ভাত খায়, আটা খায়।

মানুষের চামচামি করার জন্য পৃথিবীতে কুকুর নামে এক ধরনের জীব কিনতে পাওয়া যায়। একবার একটা কুকুর কিনলে মানুষেরা সারা জীবন সেই কুকুর দিয়ে তাদের বাসাবাড়ির অনেক কাজ করায়। যেমন বাসা পাহারা দেওয়া।

বাসা পাহারা দেওয়ার জন্যে কুকুরেরা গলায় বেল্ট পরে বাসার সামনে চরকির মত ঘুরতে থাকে। তখন তাদের বিশ্ববিদ্যালয়ের অবলা বুদ্ধিজীবীদের মত দেখায়।

৪/৯/২০১৫

1 Comment

Add Yours →

তাদের বিশ্ববিদ্যালয়ের অবলা বুদ্ধিজীবীদের মত দেখায়।
অসাধারণতা

Leave a Reply