আমি কি ফুল ফুটবো নাকি December 31, 2012 1 braisu কবিতা আমি কি ফুল ফুটবো নাকি! নাকি ফল!–বেতস লতা! অথবা কাঁচামরিচ, ভেসে আছি বেগুন ক্ষেতে! নাকি কোনো গভীর জলে একাকী গোপন ইলিশ, কলকাতা যাব না! আমার মানবজন্ম হেলায় গেল ধুলাতে-বালিতে। ৩০/১২/২০১২
ফুটে তো আছেনই কবি।