আমি কি ফুল ফুটবো নাকি!
নাকি ফল!–বেতস লতা!
অথবা কাঁচামরিচ,
ভেসে আছি বেগুন ক্ষেতে!
নাকি কোনো গভীর জলে
একাকী গোপন ইলিশ,
কলকাতা যাব না!
আমার মানবজন্ম হেলায় গেল
ধুলাতে-বালিতে।
৩০/১২/২০১২
কবিতা, লেখা, গৃহীত সাক্ষাৎকার ও লেখক সম্পর্কে সমসাময়িকদের মূল্যায়ন
1 Comment
Add Yours →ফুটে তো আছেনই কবি।