যে যে রকম আছে সে সে রকমই তো থাকতে চাচ্ছে।
এত সুখও ছিল মানব জন্মে
জানা গেল তাই অন্যের মত
হতে চাই বটে—সকলেই—আর হতে গিয়ে ফের নিজের মতই
হতে চাই কিছু আকাট খাম্বা—
হই হই আর থাকি থাকি কিছু। এই চিরায়ত ভ্রমের শুদ্ধি,
এ মরজীবনে আর্ঘটিল না।
৫/১১/২০০৯
কবিতা, লেখা, গৃহীত সাক্ষাৎকার ও লেখক সম্পর্কে সমসাময়িকদের মূল্যায়ন
যে যে রকম আছে সে সে রকমই তো থাকতে চাচ্ছে।
এত সুখও ছিল মানব জন্মে
জানা গেল তাই অন্যের মত
হতে চাই বটে—সকলেই—আর হতে গিয়ে ফের নিজের মতই
হতে চাই কিছু আকাট খাম্বা—
হই হই আর থাকি থাকি কিছু। এই চিরায়ত ভ্রমের শুদ্ধি,
এ মরজীবনে আর্ঘটিল না।
৫/১১/২০০৯