খলিশার বাঁচা

খলিশা মাছের দুখভোগ হলো

অতি সাধারণ জলতলদেশে।

জীবনে দুখের কারণ রয়েছে—

জীবরূপধারী খলিশারও হলো

প্রভূত দুঃখ, ময়লা পানিতে

পানার মধ্যে, মরা ঘাস আর

শাপলার ডাটি ঘেষতে ঘেষতে

খলিসার রূপ হেজেমজে গেছে।

আগাছারও কোনো সিরেনিটি নাই

এ হেন নিআর্ট জলের জগতে

খলিশারা কেন বাঁচিয়া রইবে!

 

khalisha1

 

 

 

 

 

 

সীতাকুণ্ড, ২৫/৯/২০১০ | হালিকের দিন

Flag Counter

Leave a Reply