চতুর মেঘলা দিন,
তোমাকে চতুর বলতে ভালো লাগছে
তাই বলছি। বস্তুত যা মেঘলা তা তো
তেমন চাতুর্য নয়
যতটা বিষণ্ন কিংবা যতটা বর্ষণ
তত আমার বিরহ নয়
আমার এটুকু মাত্র—
তুমি সঙ্গে নেই।
০৯/০৯/১৯৯৪
কবিতা, লেখা, গৃহীত সাক্ষাৎকার ও লেখক সম্পর্কে সমসাময়িকদের মূল্যায়ন