ও আমার বাধ্যতামূলক ভালোবাসা,
মধু ও শিশির দিয়া তৈরি আমি
তৈরি আমি শীতকাল দিয়া।
তোমার চরণে
লেপটাইয়া চেপটাইয়া থাকি
অভ্যাসবশত।
তবু আমার মধ্যে তুমি…
তবু আমার মধ্যে তুমি
যত চাও পাইতে পারো
মিষ্টি অস্বীকার–
নিয়ন্ত্রিত বিদ্রোহ
আর
সরকারী হুঙ্কার।
৬.৩.২০১৩
মধু মধু!!