পার্টিতে, সবুজ রঙ একটি মেয়েকে

আমি কি তোমার প্রেমে পড়বো নাকি–

তোমার শরীর?

আমার যা ভালো লাগে

শুকনা ও জটিল

তেরছা

গ্রীবা ও ভ্রুভঙ্গি

তার

বঙ্কিমতা

স্ফীত ওষ্ঠ সবচেয়ে ভালো–

তায় পরেছো সবুজ শাড়ি, অব-

হেলিত সবুজ–আততায়ী অত্যল্প সবুজে তুমি

যদি ভালো লাগে যদি

হাত ধরতে চাই তার

হাত বলতে আঙুলে ছড়ানো তালু

রেখা আর অকোমল

ঘেঁষটে যাওয়া আঙুলের

দূর মনে হয়–

মনে হয় এ শরীর বিবাহিত

এ শরীর বার বার ব্যবহারে

সুবিন্যস্ত, বিনীত, সিদ্ধান্তহীন,

দুইপাছড়ানো, যেন

নিআব্রু, নিপাট, সাদা

সমাজসর্বস্ব এই কেবলই শরীর

আমি

ধরে দেখতে চাই যদি–

কোন ভাবে তোমাকে ধরবো?

বলো

বলো ও অধরা!

৪ জুলাই ২০১১

free counters
Free counters

Leave a Reply