এসো হে প্রণত পাখি, ছিঁড়ে খুড়ে ডানা এসো
নেমে এসো অনুর্বর বিশাল আঁধারে
আজ দীর্ঘ, দীর্ঘ, দীর্ঘশ্বাস
ভেদ করে নেমে পড়ো, ভিত্তিহীন স্বতন্ত্র দেয়ালে
উড়েছে বিষণ্ন পাখি বিষাক্ত শরীর নিয়ে
নিলীমাকে ছত্রখান করে দিয়ে
বেজে ওঠে কণ্ঠস্বর–ও তার চিৎকার!
কার কিবা আসে যায়
পাখিরা উড়বে আরো, ডানা ছেড়ে
উড়ুক পাখিরা; আমি পাখি পুষি না তো!
১৯৮৯