বর্ষামঙ্গল June 19, 1992 0 braisu কবিতা হায় হায় রে এই বরষায় নাহি ভরসা তাই নিশিদিন ছোটে কাহ্নু প্রাণ যমুনায় ফোটে গাঁদাফুল এর যুক্তি এর তর্ক নেই একদম তাই কাহ্নুর নয় অভিসার ২. ফলে প্রাণনাথ গাহ বাদলের ধারা মমসাথ নিজ চরকায় ঢালো কেরোসিন ঢালো মনপ্রাণ ঢালো বৃষ্টির দিন যায় রে ১৮-১৯/৬/১৯৯২