বুঝছো—তুমি একটি বারই ব্রেক আপ করবা
বয়ফ্রেন্ড ছেড়ে আইসা পড়বা
বিকালের আগেভাগেই।
এরপর আমরা দুইজন মিলা
ঘুরতে থাকব ছন্দে
ডানে তাকাইব আনন্দে আর বামেও তো
একই আনন্দ।
শাহবাগেই কত পরীরা ঘুরছে,
ওরা ছোট কবিদের বন্ধু,
তোমারে ছাড়াও ওদের সঙ্গে করব—
বেংলা কবিতার মায়রে চুদব
পেয়ারার গাছে দাঁড়কাক আছে
চোদাচুদিময় বাংলা!
মেয়েদেরই দিকে তাকাইয়া থাকব, আমরা—
অন্য কারো কি এসব ব্যাপারে মতামত নিব,
কামু কী বলেন আপনি?
১৪/৬/২০১৫
2 Comments
Add Yours →কামু কি কাম্রুজ্জামান কামু/
ভাল লাগল।
পেয়ারার গাছে দাঁড়কাক আছে👍🏿👍🏿👍🏿