ভ্রূকুটি May 6, 2012 0 braisu কবিতা যদি একবার সে তাকায় ভস্ম হয়ে যাই এ্রই দুপুর বেলায় তার ঘরে ফ্যানের বাতাসে যেন উড়ে যাবো জানালার ফাঁকে গাছে কাকের বাসায় আমি নাই শুধু কিছু ছাই! ৮ এপ্রিল ২০১২