রবীন্দ্র-অনাথ বাংলা ভাষা

ফাদার রবীন্দ্রনাথ যেই ভাষা এহনতরি সামলাইবার আছেন, মুই সেই বাংলায় লেখবার পারতাছি তো, মাই ডিয়ার ক্লিনটন সিলি? আহা ঐ ভাষার মইধ্যে এখনও নিজেরে ঢুকাইবার পারলাম না। নাকি পাইরা ফেলছি মাগার বুঝবার পারতাছি না। দয়াল জানেন। পশ্চিমের বড় ভাইরাও কইছেন (কার কাছে? মে বি শামসুর রাহমান, আর যদি শিবনারায়ণ সাহেব বইলা থাকেন তাইলে নিশ্চয়ই আল মাহমুদের কাছে) এই মালও নাকি বাংলাই, ভাষাই।

আর জানেননি, ত্রিপুরার মাইনষেও নাকি বাংলায়ই কথা কয়।

গুড, ওনারা মাইনা নিলেন বইলাই না আমরা আইজ বাংলায় হরদম সাহিত্য চোদাইতেছি। এবং হগলরেই নাকি আপন জবানে কথা কওনের অনুমতি দিয়া গেছেন নোবেল রবীন্দ্রনাথ!

ওম শান্তি, শান্তিনিকেতন!

 

ব্রিসবেন, অস্ট্রেলিয়া ৯/২/২০০৪

 

Flag Counter

Leave a Reply