সকলে যেদিকে দৌড়ে চলেছে
সেদিকে তুমি কি যাবা না না নাকি?
ভোরবেলা ছিল অন্য রকমই
যত দিন হলো
আগেকার সব ঘটা ঘটনারা
একে একে সব ঘটতে চলেছে?
এখন আবার ধুলায় বসিয়া
কানতে থাকবা
ওগো পাঠকিনী?
এই এই করে কত দিন গেল
তোমার আগেই পৃথিবীর চাকা
সে সে পথ দিয়ে ঠিক চলে গেছে
তবে এও ঠিক
চাকাদের দিন অল্প দিনেরই। তবু,
তার আগে যদি ফিরিতে না পারো
পথেই তোমার দিবস ফুরাবে
বড়জোর তুমি জীবনানন্দের
গ্রেট কবিতাই পড়তে থাকবা
ভাবতে থাকবা গ্রামে গেছো গিয়া।
গ্রামে কারা পড়ে জীবনানন্দ?
৭/৬/২০১৫