জগত আবার পাখি পাখি লাগে
এ লাগাটি তবে কোথায় রাখি?
ওগো পাখি,
ওগো কদম দিনের একটি বাদল পাখি,
শাখার আড়ালে তুমি লতাপাতা
পাখার আড়ালে আঁখি;
ওগো নদীবরাবর উড়িয়া যাইছে
পথ হারানোর পাখি—
এ ত্রিভুবনে আমাদের তবে থামবে না ডাকাডাকি?
এসো হাতখানা হাতে রাখি।
কিন্তু আমরা ভাগ্যচক্রে পালকপ্রধান
হাত নাই কোনো, আকাশ রয়েছে—
উড়িবার আছে বাকি;
আমরা বেচারা শালিখ দিনের
দুইটি শালিখ পাখি।
২১/৯/২০১০