সত্যজিৎ রায়কে জিনিয়াস বলা হয় কেন!

সত্যজিৎ রায় (২ মে, ১৯২১ – ২৩ এপ্রিল ১৯৯২)

 

সত্যজিৎ রায় ছবি বানাইছেন বই লিখছেন, তাঁর কাজের একটা মহিমা ছিল… কিন্তু তাঁকে সকলে জিনিয়াস বলতে পছন্দ করে। কারণটা কী? কারণ কি এই যে অন্যেরা কেউ এস আর-এর কাছাকাছি ছিল না বা হইতে পারবে না এমন কুসংস্কার?

এস আর-এর কাজ ভাল, কিন্তু যে অর্থে রবীন্দ্রনাথ, পিকাসো বা দালিকে জিনিয়াস বলতে হয় সে রকম তো ওনার কাজে নিশানা নাই! নাকি আছে। ভাল কাজ মানেই জিনিয়াস-এর কাজ বললে অবশ্য অন্য কথা। বা বিদেশীদের কাছে পরিচিত করানোকেও যদি কেউ বলে…

জিনিয়াস মানে কি যারা অনেক খেটেখুটে দরদ দিয়ে কাজ করে? মনে হয় এস আর ওভার রেটেড। কাউকে আঘাত দেওয়ার জন্য বলি নাই, এস আর-এর বেঠিক মূল্যায়ন এস আর-কে ছোট কইরা রাখে। এইটা ঠিক এস আর-এর মৌখিক গাম্ভীর্য তাঁকে জিনিয়াস ভাবতে বাধ্য করতে পারে। সে ক্ষেত্রে এই দোষের শুরু সত্যজিৎ রায়ের কাছ থেকেই।