একটি জ্ঞানের কথা

কত না অদ্ভুত জ্ঞান ছড়ানো রয়েছে চারিপাশে—

ঝাঁকে ঝাঁকে জ্ঞানীবৃন্দ ছড়িয়ে-ছিটিয়ে ব্রহ্মজ্ঞান
বসে আছে। আর তার তেজে ওই মাটি ফুঁড়ে শত শত মাথা
(আদ্যোপান্ত) গজিয়ে উঠছে ওই—
ভাজা ভাজা করে দিচ্ছে দিগন্ত অবধি।

দিগন্ত অবধি ওই বসে আছে নিবেদিত ভদ্রমাথাগণ
একটি জ্ঞানের কথা শুনবে বলে অনেক অনেক
সময় নষ্ট করে, কী ভাবে কী হয় কেন কার্য ও কারণ
পরস্পর গিট্ঠু মারা; কেন বাক্য বোঝায় না কিছুই—
এসব জানতে চাচ্ছে, জানতে চাচ্ছে জানতে চাওয়ারও কারণ।

ক্লান্ত হয়ে বসে আছে শবাসনে রবাহূত যারা—
(শবাসনে যায় না বসা খেয়ে গেছি ধরা!)

১৯৯০

Leave a Reply