(সানজিদা জুঁইকে)
গাঙ হালিক, ও গাঙটি শালিক,
লাগতেছে কেন ডর?
আযাযিল নহে, ভ্রমণকারিনী—সাদা রঙ তবু
বিষদাঁত নয়। বন্দুক নাই। মাংসাশী নন।
ব্যাকপ্যাকে রাখা
মহাসাগরের ঢেউ।
পাখি দেখতেই
ক্যামেরা সঙ্গে—
ট্রাইপডও আছে—
ভোরবেলা নেমে এসেছেন ধরাধামে। সঙ্গীরা দূরে
খালের জলটি কুয়াশার রঙে রাঙা
ভোরবেলা ভালো লাগে
ভোরবেলা তাই ভালো লাগা ভালো লাগে।
সঙ্গীরা দূরে, পাখি আর পাখি দেখাদেখি দ্যাখে
ছিমছাম আর খুবই ন্যাচারাল
সিগারেট মুখে—হাসি হাসি মুখ
সিগারেট খান তাই হাসছেন?—নহে
হাসির কারণ প্রকৃতির কাছে আসা—
দূরে নৌকাও, হাসি মুখ দেখে দেখে
মাঝিরাও হাসে
খালের কিনারে বাঁশের মিনারে শালিক পাখির বসা
কবিতার মতো, ভ্রমণকারিনী ক্যামেরায় তুলবেন—
পাখি তাই বসে আছে—
ভোরবেলা থেকে—ছবি তোলা শেষ—তবু পাখি বসে আছে।
ঢাকা, ২/৯/২০১০