যা লিখি আমি তোমার কথাই

যা লিখি আমি তোমার কথাই

তোমার মনোযোগ।

সেসব সচেতনতার ভাষা।

 

ভাষ্য এবং বিশেষণের অনেকও জঞ্জাল

থাকে—

তোমার প্রতি আমার ছদ্মটান

বোঝানোর জন্য।

হয়তো,

এসব তুমি বুঝতে পারো

তাই—

কিঞ্চিৎ করুণার উদ্রেক

 

তোমার মধ্যে হয়

তুমি অধিকও বিস্ময়—

প্রকাশ করো…।

 

তখন তোমার প্রতি আমার অন্তর্বর্তীকালীন এ সংশয়

বদলে কি যায় বদলে কি যায়

মনস্তাপের ভাষায়?

 

বাড্ডা, ঢাকা, মে ১৯৯২

 

Flag Counter

Leave a Reply