গুরুমারা উচ্চশিক্ষা দোল খায় অর্থহীন ভাবের সাম্রাজ্যে
যদি কিছু উঁচু বৃক্ষে বসবাস যারা করে
তারা দেয় অহরহ শিক্ষার সম্মান
বরাবর যাত্রা করো চীন অভিমুখে
আর নেই কিছু নেই কিছু
বইয়ের পাতায়
১৯৯১
কবিতা, লেখা, গৃহীত সাক্ষাৎকার ও লেখক সম্পর্কে সমসাময়িকদের মূল্যায়ন