যেমন গাছের পাতা
তুমি পাশ দিয়ে যাও
তারা চমকে ওঠেন।
আমি তোমার পাশে
বসতে চেয়েছিলাম
২৯ জুলাই থেকে–
তা কি গণ্য হবে?
নাকি চমকলাগা
পাতা পাতা পাতাই
আমার হতে হবে
ওগো বিলম্বিনী?
১৫/৫/২০১২
কবিতা, লেখা, গৃহীত সাক্ষাৎকার ও লেখক সম্পর্কে সমসাময়িকদের মূল্যায়ন
কবিতা, লেখা, গৃহীত সাক্ষাৎকার ও লেখক সম্পর্কে সমসাময়িকদের মূল্যায়ন
যেমন গাছের পাতা
তুমি পাশ দিয়ে যাও
তারা চমকে ওঠেন।
আমি তোমার পাশে
বসতে চেয়েছিলাম
২৯ জুলাই থেকে–
তা কি গণ্য হবে?
নাকি চমকলাগা
পাতা পাতা পাতাই
আমার হতে হবে
ওগো বিলম্বিনী?
১৫/৫/২০১২
1 Comment
Add Yours →