এ কি ভূতাগত দেশে রে
—ভারতচন্দ্র রায় (১৭২০–১৭৬০)
বায়ু যখন ভারি হচ্ছেন নৌকা যাচ্ছে ডুবে
বাঁশের আগায় বান্ধো ভাই রে ভূত খেদাইন্না কুপি
কুপি জ্বলুক নিশীথ রাইতে কুপি জ্বলুক চান্দে
কুপির তলায় বাচ্চা ভূতে খলবলাইয়া কান্দে
একলা কান্দে ভূতের বাসা ফোকলা কাঁদেন বাঁশ
ফরফরাইয়া উড়তে থাকেন বাঁশের বারো মাস
ফরফরাইয়া উড়েন মাসি ধরফরাইয়া বছর
গাঙ্গের তলায় ভূতের বাসা গাঙ্গের উপ্রে আছর
গাঙের উপরে বাসর আমরা গাঙের সহোদর
নরের মধ্যে নারী আমরা নারীর মধ্যে নর॥
১৯৯৬