শুরুর রহস্য এই

শুরুর রহস্য এই, শুরু করা ভালো
ধরা যাক শুরু হলো রহস্যজনক
এই শব্দে একজন জনকের কথা
স্পষ্টতই বলা হয়, যার উৎপাদন

ব শূন্য র, হ দন্ত্য স এবং জ ফলা
এখন আমরা যিনি অর্ধেক শিক্ষিত
তার কথা ভাবতে পারি, রহস্য বিষয়ে
তার চিন্তা কী প্রকার হতে পারে আর

সেই সঙ্গে শুরুর কথাও আমাদের
মনে রাখতে হবে আর যা যা বললাম
সে সব ভুললে কোনো ক্ষতি নেই; ক্ষতি
যা করার করেন সে অর্ধলোক যার

ভাসায় এ শব্দ হয় রহস্যজননী
এ ব্যাপারে ভালো জানবেন ড. আজাদ

১৯৯২

Leave a Reply