২৯ জুলাই থেকে

যেমন গাছের পাতা

তুমি পাশ দিয়ে যাও

তারা চমকে ওঠেন।

 

আমি তোমার পাশে

বসতে চেয়েছিলাম

২৯ জুলাই থেকে–

তা কি গণ্য হবে?

 

নাকি চমকলাগা

পাতা পাতা পাতাই

আমার হতে হবে

ওগো বিলম্বিনী?

 

১৫/৫/২০১২

 

free counters